নোয়াখালীর কবিরহাটে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম আরমান হোসেন লালু (২১)। তিনি উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর জগদানন্দ গ্রামের মনির হোসেনের ছেলে। বুধবার রাতে তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে গত ৩ অক্টোবর কবিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৬ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, বিধবা ওই নারী তার বাড়িতে একাই থাকতেন। কয়েক মাস আগে আরমান তার ৩ সহযোগীকে নিয়ে ভিকটিমের বাড়িতে প্রবেশ করেন। পরে অস্ত্রের মুখে আরমান তাকে ধর্ষণ করেন। এতে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান যুগান্তরকে বলেন, ধর্ষণকাণ্ডে ভুক্তভোগী নারীর ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার ১ নম্বর আসামি আরমানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
Leave a Reply