নিজস্ব প্রতিবেধকঃ নেতাকর্মীদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে বরিশালের হিজলা উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।বরিশাল মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি বর্ষণ এবং দলের নেতাকর্মীদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে বরিশালের হিজলা উপজেলার দলীয় কার্যালয়ের থেকে শুরু করে খুন্না বাজারের প্রধান সড়কে এবং কাউরিয়া বাজারের বিভিন্ন সড়কে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।শুক্রবার বিকেল ৪ টার দিকে খুন্না বাজারে ও মাগরিবের পরে কাউরিয়া বাজারে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ করা হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদারের সভাপিতত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার মোঃ ইসমাইল হোসেন,উপজেলা কৃষক লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন মিন্টু, সাধারণ সম্পাদক মনজুর মোর্শেদ টিটু, বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব হিরন হাওলাদার, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন, যুবলীগ নেতা মিজানুর রহমান সরদার, প্রিন্স মাহমুদ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।এদিকে একই ঘটনার প্রতিবাদে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারে ও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা যুবলীগ নেতা রিয়াজুল ইসলাম সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন,জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর হোসেন ,যুবলীগ নেতা সরদার মোঃ জাকির হোসেন, মোঃ রোমান হাওলাদার,মোঃ আরমান সরদার,মোঃ ফারুক আহমেদ সিকদার,মামুন জম্মাদার,মোঃ নিপু, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ তম্ময় সিকদার, মোঃ জয় মাহমুদ মোঃ মহিউদ্দিন নাসিম, জাতীয় মৎস্যজীবী সমিতির ইউনিয়ন সভাপতি মোঃ অহিদুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করেন তারা।দুটি সমাবেশ থেকে বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলা প্রত্যাহার এবং গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। অবিলম্বে মামলা প্রত্যাহার না হলে দক্ষিণাঞ্চল অচল করে দেয়ার হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ নেতারা।গত বুধবার রাতে সদর উপজেলা পরিষদ চত্বরে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংর্ঘষের ঘটনায় সিটি মেয়র সাদিক আবদুল্লাহসহ আওয়ামী লীগের ৬০২ জন নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান ও কোতয়ালী থানার উপ-পরিদর্শক শাহজালাল মল্লিক।তারা জানান, এ মামলায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Leave a Reply