অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও ৯ নং ওয়াড কাউন্সিল মোঃমনির জমাদ্দার, সভায় আলোচনা করেন সাধারণ সম্পাদক মোঃ বাবুল হাওলাদার, এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মোঃসিরাজ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ মহসীন ( রাসেল) , সহভাপতি সুকদেব কিতিনীয়, সহভাপতি মোঃআমির চৌকিদার পৌর শ্রমিক লীগের নেতা মোঃ আলী বিষ্ণুন সিকদার, পৌর সাধারন সম্পাদক মোঃরফিকুল ইসলাম সিকদার, মোঃ আনোয়ার আরও উপস্থিত ছিলেন উলানিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ গনি বয়াতি সহ অন্যান্য নেতৃ বৃন্দ। তারা বক্তব্য একটি কথা বলেন আমার প্রান প্রিয় নেতা হিজলা কাজিহাট মেহেন্দিগঞ্জ উন্নয়ন রুপকার জননেতা পংকজ নাথ এমপি বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু কুচক্রী মহল সমালোচনা করে তারা করা তারা ঢাকা বরিশাল বাসায় বসিয়া প্রিয় নেতা বিরুদ্ধে সমালোচনা করে তার এই করোনা ভাইরাস মহামারী মধ্য দেশ কোন মানুষ সাহায্য তো করে নাই শ্রমিক লীগের নেতৃবৃন্দ দাবী এই কুচক্রী মহলদের কে আইন আওয়াতা আনা হউক।
Leave a Reply