ইসলামপুরের সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ
- আপডেট সময় :
বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
-
১২৯
786 বার পঠিত
মোঃ আব্দুর রহিম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ ঢাকা সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা চত্বরে ইসলামপুর প্রেসক্লাবের উদ্যোগে এ প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়। ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইনকিলাব প্রতিনিধি ফিরোজ খান লোহানী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামপুর প্রেসকাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময়ের খাদেমুল হক বাবুল, বিশ্ব দৈনিক গণমুক্তির কোরবান আলী, দৈনিক ইত্তেফাক পত্রিকার ফারুক হোসেন, মানচিত্রের একেএম দোলন বিশ্বাস, দৈনিক মুক্ত আলোর প্রতিনিধি অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেজ, আমাদের সময়ের আবদুল্লাহ আল নোমান, জামালপুর লাইভের সাহিদুর রহমান, আনন্দ টিভির ইয়ামিন মিয়া, ভোরের দর্পণ এর সাদ্দাম হোসেন, দৈনিক সবুজ নিশান ও ময়মনসিংহ প্রতিদিনের মোঃ আব্দুর রহিম, উত্তরা নিউজের মশিউর রহমান, দৈনিক তথ্যধারা রুবেল মিয়া, দৈনিক যুগান্তরের হোসেন আলী, দৈনিক দুর্জয় বাংলায় হোসেন আলী শাহ ফকির। বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের অনুরোধ করা হয়।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply