মোঃ আঃ রহিম ইসলামপুরঃ (জামালপুর ) প্রতিনিধি ঃ জামালপুরের ইসলামপুরে স্থানীয় সরকার বাস্তবায়নে বেলগাছা ইউনিয়নে ১ হাজার ৩০১ জন ও চরগোয়ালীনি ইউনিয়নের ১ হাজার ৭৩ জন হতদরিদ্র পরিবারের অন্ত:সত্বা নারী ও ৬০ মাস বয়সী শিশুদের মাঝে আইএসপিপি-যত্ন প্রকল্পের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (২ অক্টোবর) দিনব্যাপী উপজেলার চরগোয়ালীনি ইউনিয়নে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাসের বাবুল। আরও উপস্থিত ছিলেন-উপজেলা ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ আ: খালেক আকন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার। অন্যদিকে, বেলগাছা ইউনিয়নে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃগোলাম মোরশেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আ: সালাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: মালেক।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহানশাহ মিয়া, পোস্ট অফিসের পরিচালক জাহাঙ্গীর আলমসহ ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেস্ট(আইএসপিপি)-যত্ন প্রকল্পের প্রতিনিধি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।
Leave a Reply