মোঃ আব্দুর রহিম ইসলামপুর,(জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরে গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের রকিব বেকারী মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ভোক্তা সংরক্ষন অধিকার আইন এর ৩৮ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জনাব এস.এম.মাহজারুল ইসলাম ভ্রাম্যমান আদালতে রকিব বেকারীতে অভিযান চালিয়ে বেকারীর মালিক হামিদুরের নিকট ওই জরিমানা অর্থ আদায় করেন। এসময় ইসলামপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন। খাদ্য দ্রব্য উৎপাদন ও বাজারজাত করণের সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন না নিয়ে ও ভোক্তা সংরক্ষন অধিকার আইন না মেনে ইসলামপুরে বেকারী গুলোতে উৎপাদিত খাবার পণ্যে ও প্যাকেটে মূল্য ও মেয়াদ না উল্লেখ করে অসাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও বিক্রি করছে বেকারী মালিকরা। ফলে সাধারণ মানুষের জনসাস্থ্য ও জীবন হুমকি’র মূখে পড়ছে।
Leave a Reply