ইসলামপুরে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে মুজিববর্ষের ঘর হস্তান্তর
- আপডেট সময় :
শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
-
১৭২
সাদ্দাম হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি: সারা দেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় নির্মিত ৮৮ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমির দলিলসহ ঘর হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে শনিবার(২৩ জানুয়ারী) সকালে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত উন্মুক্ত এক মঞ্চ তৈরি করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল। এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) মো. রোকনুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসন টিটু, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এম আবু তাহের, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রাকিবুর রহমানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প ২ এর আওতায় ক শ্রেণির গৃহহীন ও ভূমিহীনদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ৬৮ এবং ভূমি মন্ত্রণালয়ের অধীনে ২০ মিলে মোট ৮৮টি ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয় ধরা নির্ধারণ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply