ইসলামপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে যমুনা নদীতে ড্রেজার ধ্বংস
- আপডেট সময় :
রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
-
১৪০
786 বার পঠিত
মোঃ আব্দুর রহিম ইসলামপুর (জামালপুর )প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ার পাড়া ইউনিয়নে যমুনা শাখা নদী থেকে অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪টি ড্রেজার ও সার্ভিস পাইপ ধ্বংস করা হয় । আজ শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান নোয়ার পাড়া ইউনিয়নের তারতাপাড়া এই অভিযান পরিচালনা করেন। এসময় ইসলামপুর থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান জানান, ভ্রাম্যমান আদালতের অভিযানে মোট ৮টি ড্রেজার-পাইপের মধ্যে ৪টি ড্রেজার ও সার্ভিস পাইপ ধ্বংস এবং ৪টি ড্রেজারের শুধু সার্ভিস পাইপ ধ্বংস করা হয়েছে এবং কাওকে আটক করা যায়নি।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply