ইসলামপুরে ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- আপডেট সময় :
মঙ্গলবার, ১৮ মে, ২০২১
-
১১৫
786 বার পঠিত
মোঃ আব্দুর রহিম, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার রাত ৮টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু দর্শনে শেখ হাসিনা পথচলা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কর্ম বীর বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি। এ সময় তিনি বলেন-১৯৭৫ সালের ১৫ আগষ্ট নরঘাতকরা ইতিহাসের নৃশংসতম হত্যাকান্ডের মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এ সময় বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করে বাঙালি জাতির অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখী ষড়যন্ত্রে বাঙালি জাতির জীবনে চেপে বসে ঘোর অমানিশার অন্ধকার। এমনি ক্রান্তিলগ্নে ১৯৮১ সালের ১৪, ১৫, ও ১৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সংগঠনের সভাপতি নির্বাচিত করা হয়। দীর্ঘ ছয় বছর নির্বাসন শেষে সামরিক শাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে প্রিয় স্বদেশ ভূমিতে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা। তিনি আরো জানান, ১৯৮১ সালের ১৭ মে ঝড়-বাদল আর জনতার অবগাহন করে শেরে বাংলা নগরে লাখ লাখ জনতার সংবর্ধনার জবাবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেছিলেন, ‘সব হারিয়ে আমি আপনাদের মাঝে এসেছি, বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতার হত্যার প্রতিশোধ গ্রহণে আমি জীবন উৎসর্গ করতে চাই।’ সভায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মজিবর রহমান শাহজাহানের সভাপতিত্বে সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আব্দুল নাছের চৌধুরী চার্লেস, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জামাল আব্দুন নাছের বাবুল, মাকছুদুর রহমান আনছারী, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আব্দুল কাদের সেক, ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, কৃষকলীগ সভাপতি তাছির উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন আহমেদের সঞ্চালনায় এতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলালীগ,ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply