সৌদি আরবের সংবাদ সংস্থা এসপিএ মঙ্গলবার জানিয়েছে, দেশের দক্ষিণ সীমান্ত এলাকা নাজরান অঞ্চলে দায়িত্ব পালনকালে দুই সেনা হত্যার শিকার হন। তবে সেনাদের পদবী, হত্যার সময় বা কোন পারিপাশ্বিক অবস্থার প্রেক্ষিতে হত্যা হয়েছে তা বিস্তারিত প্রকাশ করা হয়নি। এদিকে দুই সেনা হত্যার ঘটনায় নাজরান কর্তৃপক্ষ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মাঝেমধ্যেই সীমান্তবর্তী অঞ্চল নাজরান ও জিজান শহরে সৌদি আরবের সেনাদের লক্ষ্যবস্তু বানিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। খবরে বলা হয়েছে, ডিসেম্বর মাসে হামলার শিকার হয়ে অনন্ত ৯ সেনা নিহত হয়েছেন।
Leave a Reply