হিজলা বরিশাল সংবাদদাতাঃ বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ এক কর্মী সভায় বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিন।
মহান স্বাধীনতাযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। তিনি আর ও বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার নামে বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়নের যাত্রাকে ব্যাহত করছে। বিএনপি এবং জামায়াতের অতীত কার্যক্রম আমরা সবাই জানি। বিএনপি বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করেছে, জামায়াতের রাজনীতিকে বৈধতা দিয়েছে।শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপির ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছেন। আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নৌকা বিজয় হবে।নৌকা বিজয়ী হলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে, আর আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের ভাগ্য উন্নয়নে যে কাজ করে যাচ্ছে ভবিষ্যতে ও এ ধারা অব্যাহত থাকবে। সোমবার(১৬অক্টোবর)বিকাল ৩ টার সময় হিজলা উপজেলার কাউরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. শাম্মী আহমেদ এসব কথা বলেন । এতে সভাপতিত্ত্ব করেন,জেলা আওয়ামী লীগের সদস্য ও হিজলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু।
পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন, মাওলানা আবদুল আলিম।গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সি মোঃ ইচহাক আমিনের সঞ্চালনায় কর্মী সভায় আরো বক্তব্য রাখেন,মেহেন্দিগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল উদ্দিন খান, হিজলা উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও হিজলা গৌরব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন,সহ-সভাপতি ও বরিশাল জেলা পরিষদের সদস্য পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, আলহাজ্ব আব্দুল লতিফ খান, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ সাহাব আহমেদ, কাজিরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান,হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দীপু সিকদার,বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব হিরন হাওলাদার,মেমানীয়া আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মৃধা,উপজেলা যুবলীগ সভাপতি মোঃ মিজানুর রহমান সরদার, সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর,উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।কর্মী সভায় উচ্ছ্বাসিত উপস্থিত নেতাকর্মীরা প্রধান অতিথি ড.শাম্মি আহমেদকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৪ হিজলা-মেহেন্দিগঞ্জ ও কাজির হাটের নৌকার প্রার্থী হিসাবে দেখতে চান।
Leave a Reply