উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন করলেন ভিক্ষুক মমতার বাড়ি
- আপডেট সময় :
বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
-
১৩২
786 বার পঠিত
মোঃ আব্দুর রহিম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি ঃ জামালপুরের ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের ডিগ্রিরচর পশ্চিম পাড়া গ্রামে মঙ্গলবার ভোরে আগুনে পুড়ে দুটি ঘর ভুস্মিভ’ত ও একজন আহত হয়ে মেলান্দহ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয়রা জানান, বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে ভিক্ষুক মমতা ও তার ছেলে মুনতাজের ঘর এবং ঘরের ভিতরের রাখা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের মেলান্দহ ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনে। চর গোয়ালিনী ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার দুুপুরে চর গোয়ালিনী ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা গত কাল ১৯ জানুয়ারি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাজহারুল ইসলাম এবং আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন চর গোয়ালিনী ইউনিয়ন চেয়ারম্যান শহিীদুল্লাহ সরকার, ওয়ার্ড মেম্বার শাহ জামাল, ইউনিয়ন সচিব আবু হানিফ, আওয়ামীলীগ নেতা মুসা শেখ, ইউপি সদস্য রাশেদুজ্জামান রাশেদ, কিতাব আলী সহ আরো স্থানীয় নেতৃবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply