এই সরকার যদি আবার ক্ষমতায় আসে, তাহলে এই দেশে নারীসহ কোনো মানুষের নিরাপত্তা থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই সরকার আবার ক্ষমতায় এলে আমরা আমাদের স্বাধীনতা হারাব, সার্বভৌমত্ব হারাব, আমাদের গণতন্ত্র চিরতরে চলে যাবে, ভোটের অধিকার চলে যাবে।’
রাজধানীর নয়াপল্টনে আজ শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক নারী সমাবেশে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।
এ সময় মির্জা ফখরুল গত দুটি (২০১৪ ও ২০১৮) নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, ‘আমার মা-বোনেরা ভোট দিতে পারেনি গত দুটি নির্বাচনে। তাদের ভোট কেন্দ্র থেকে বিতাড়িত করা হয়েছে।’
Leave a Reply