চরভদ্রাসন সদরপুরের বর্ডার এর মাঝামাঝি,কাচারি ডাঙ্গী,শান্তি বিশ্বাস এবং তার ছেলে শুভ বিশ্বাস এর নিজ উদ্যোগে ১৫০ টি পরিবারের মাঝে এ এ্যান বিতরণ করা হয় বর্তমানে দুর্যোগ চলমান রয়েছে করোনা ভাইরাস আতংকেতে জীবিকা যখন চলছে না সেই অসহায় হতদরিদ্র মানুষের মাঝে হিন্দু মুসলিম পরিবারকে সহায়তা করেন,এক হিন্দু পরিবারে পক্ষ থেকে, হিন্দু এবং মুসলিম ১৫০ টি পরিবারকে ৫ কেজি আটা এবং ৫ কেজি চাউল বিতরণ করেন, এই সময় শুভ বিশ্বাস এর সাথে কথা বলে জানা যায় সে গ্রামবাসীদের কে দেখে পরিবার গুলো অনেক কষ্টে করে চলছে সে বলে মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচাতে পারবো না, কিন্তু কিছু খাদ্য যদি আমি তুলে দেই অন্তত কয়টা দিন খেয়ে বাঁচতে পারবে সেই মনোবল থেকে এই উদ্যোগ নিয়ে চেষ্টা করলাম কিছুটা দিনের জন্য হলো এক মুঠো খেয়ে শান্তিতে ঘুমাতে পারবে শুভ বিশ্বাস আরো বলেন এরকমভাবে যদি প্রত্যেকটা গ্রামের লোকজন এগিয়ে আসে তাহলে আশা করা যায় কেউ না খেয়ে মারা যাবে না এই এ্যান বিতরণ করার সময় হিন্দু মুসলিম যত মিলে লকডাউন মেনে সাদা রং এর চিহ্ন দিয়ে সতর্কভাবে বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত থাকেন কাচারি ডাঙ্গীর তরুন সমাজসেবক জনাব মোঃ নজরুল ইসলাম।
চরভদ্রাসন উপজেলা প্রতিনিধিঃ
মোঃ সুলতান মোল্যা
Leave a Reply