কক্সবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে তার নিকটাত্মীয়রা। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকালে সদর উপজেলার ঝিলংজার ৯নং ওয়ার্ডের খরুলিয়া মুন্সিপাড়ায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী রাসেল রহমান (২১) ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে ও ঢাবির জাপানিজ স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। কক্সবাজার সদর মডেল থানার ওসি মনির উল গিয়াস যুগান্তরকে বলেন, পারিবারিক বিরোধ ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে তার আপন চাচা ও চাচাতো ভাইয়েরা তাকে কুপিয়ে জখম করেছে। তিনি বলেন, এ ঘটনায় আহত ঢাবি ছাত্রের এক অভিভাবক বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। বর্তমানে ওই শিক্ষার্থী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান ওসি।
Leave a Reply