চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাহবুবুর রহমান (৪৬) নামে হাইওয়ে পুলিশের এক এসআই নিহত হয়েছেন।রোববার ভোর সাড়ে ৬টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মাহবুবুর রহমান কুমিল্লা জেলার দক্ষিণ সদর থানার ডুবুরিয়া গ্রামের মৃত তফাজ্জল রহমানের পুত্র।বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি যুগান্তরকে বলেন, মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় বিকল হওয়া একটি কাভার্ডভ্যান সরানোর কাজ করছিলেন এসআই মাহবুবুর রহমান। এ সময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে কাভার্ডভ্যানের চাপায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Leave a Reply