করোনা সংকট মোকাবেলায় মানবতার ফেরিওয়ালা রোল মডেল মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া হক কমিটি
.………………………………..
সেলিম চৌধুরী পটিয়াঃ- করোনাভাইরাস মোকাবেলা করতে সরকারের পাশাপাশি মানবতার ফেরিওয়ালা রোল মডেল এর ভুমিকা রেখে চলেছেন মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া হক মন্জিলের সাজ্জাদানশীল
হযরত সৈয়দ শাহ্ চুফী শাহজাদায়ে গাউসুল আযম রাহবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মা. জি.আ.) প্রকাশ মওলা হুজুরের নির্দেশে পটিয়া- কর্ণফুলী উপজেলা ৩১ মার্চ মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত গরীব কর্মহীন অসহায় মহামারিতে অসহায় দুঃখী পরিবারের পাশে থাকার প্রত্যয়ে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পটিয়ার সম্বয়ককারী মোঃ জাফরুল ইসলাম, সমন্বয়কারী মোহাম্মদ নাছির উদ্দীন,
সমন্বয়কারী মফিজ উদ্দিন,
সমন্বয়কারী আলী আকবর সিখদার, সমন্বয়কারী সাইফুল ইসলাম সোহেল,সমন্বয়কারী আবদুর রহিম, সাবেক পটিয়া পৌরসভার সাধারণ সম্পাদক দিদারুল আলম, শাহজাদা সালাউদ্দিন, কর্মকর্তা আবুল হাসেম মিন্টু সহ আরোও অনেকে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির নেতৃবৃন্দ উদ্যোগে ছিন্নমূল- কর্মহীন শ্রমজীবী মানুষকে চাল,ডাল, আলু,তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।এতে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম তদারকি করে সংগঠনের কর্মকর্তারা জানান,হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী ( ইতিমধ্যে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বণ্টন করে দেয়া হয়েছে।
মানবতার রোল মডেল মাইজভাণ্ডার দরবার শরীফের গাউসিয়া হক মঞ্জিলের সম্মানিত সাজ্জাদানশীন শাহজাদায়ে গাউসুল আযম রাহবারে আলম হযরতুলহাজ্ব সৈয়দ মোঃ হাসান মাইজভান্ডারী (মা.জি.আ.)প্রকাশ মওলা হুজুর এর নির্দেশনা মোতাবেক মানবতার কল্যাণের অংশ হিসেবে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পশ্চিম পটিয়া, মৌলভীপাড়া,৯নং ওয়ার্ড শাখা,১নং জুলধা ইউনিয়ন বর্তমান কর্ণফুলি উপজেলা,চট্টগ্রামের উদ্যোগে মহামারি করোনার এই কঠিন সময়ে এলাকার(৪৪)চুয়াল্লিশ টি দুঃস্থ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাবার বিতরণ করার হয় বলে জানান জাফরুল ইসলাম।
Leave a Reply