করোনাভাইরাসের কারণে দিন মজুরী পাশে আছেন চেয়ারম্যান
আলীকদম প্রতিনিধিঃ বান্দরবানে আলীকদম উপজেলায় করোনা ভাইরাস (COVID- 19) সংক্রমণ প্রতিরোধ করতে লক ডাউনের ষষ্ঠ দিন চলছে।২নং চৈক্ষ্যং ইউপির চেয়ারম্যান ও সদস্যরা দিন রাত পরিশ্রমের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছে ত্রাণ সামগ্রী।
সোমবার সকাল ১০:টা থেকে শুরু করে সারা দিন রাত পযর্ন্ত ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ঘরবন্দী কর্মহীন মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী দূঃস্থ ও অসহায় মানুষের ঘরে পৌঁছে দেন।
এই সময়,করোনা ভাইরাসের কারণে সরকার পাশে আছে এবং আপনাদের সহযোগিতায় অসহায় ও দরিদ্র মানুষের থাকতে চায়,চেয়ারম্যান জনাব,ফেরদৌস রহমান।
বরাদ্দকৃত ত্রাণ ঘরে ঘরে গিয়ে দিয়েছি যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়।ঘরবন্দী শ্রমজীবি মানুষের খারাপ অবস্থায় বাড়িতে গিয়ে আটশত পরিবারের মাঝে ভিজিডি চাউল দিচ্ছি। অসহায় ও দরিদ্র মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছে ত্রাণ সামগ্রী তিনশত পঞাশ এর বেশী ত্রাণ সামগ্রী। পরর্বতীতে আরও নয়শত পরিবারে এই ত্রাণ দেওয়া হবে বলে তিনি জানান।
বাংলাদেশে করোনা পরিস্থিতিতে দেশ অচলের পথে তাই কষ্টে করে বাড়ি বাড়ি গিয়ে ২নং চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান জনাব,ফেরদৌস রহমান নিম্ন আয়ের ও হতদরিদ্র মানুষ গুলো মাঝে এবং তাদের কথা চিন্তা করে সরকার জরুরী ত্রাণ সহায়তা দিচ্ছে,চৈক্ষ্যং ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি উনুমং মার্মা, সাধারণ সম্পাদক জামাল উদ্দীন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম,ইউপির সচিব মানিক বড়ুয়া, জনসেবক দুর্জয় ত্রিপুরা স্ব ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply