করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার আহবান চেয়ারম্যান মোহাম্মদ সেলিম
………………………………
সেলিম চৌধুরী,বিশেষ প্রতিনিধিঃ- করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানালেন পটিয়া উপজেলার চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও দক্ষিণ ভুর্ষি ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান মোহাম্মদ সেলিম তিনি বলেন আমাদের জাতীয় জীবনে নানান সমস্যা সমাধানে কিছু করনীয় করণীয় রয়েছে এ মহামারী করোনাভাইরাস মোকাবেলা করতে হলে যে সব কাজ আমাদের করতে হবে,
১.ঘন ঘন দুই হাত সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড পরিষ্কার করুন।
২. হ্যান্ডস্যাফ এবং কোলাকুলি থেকে বিরতি থাকুন।
৩. জ্বর সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা,গলা ব্যথা ও শরীর ব্যথা হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।
৩.রান্নার আগে খাবার ভালো করে ধুয়ে নিন এবং পরিপুর্ণ সিদ্ধ করুন।
৪. হাঁচি- কাশির সময়ে টিস্যু অথবা কাপড় দিয়ে বা বাহুর ভাঁজে নাক-মুখ ঢেকনাযুক্ত ময়লার পাত্রে ফেলুন ও হাত ভালো করে পরিষ্কার করুন।
৫.জন বহুল স্হানে বা গণ-পরিবহনে মুখে মাস্ক ব্যবহার করুন। যথা সম্ভব জন-সমাগম পরিহার করুন।
৬.যেখানে সেখানে থুতু ফেলবেন না।
৭.ময়লা কাপড় বেশি দিন জমিয়ে রাখবেন না, দ্রুত ধুয়ে ফেলুন।
৮. সর্বপরি দ্রুত নিজ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শ নিন।
জনসচেতনতা
Leave a Reply