করোনাভাইরাসে লাশের সারি দীর্ঘ হচ্ছে। রোজ মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন হাজারো মানুষ। এরইমধ্যে মৃত্যু ছাড়িয়ে গেছে ১০ লাখ ৭৭ হাজার।
তবে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুযায়ী, করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কিছুটা কম। বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১০ লাখ ৭১ হাজার ৩৯৯ জন। বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ২ কোটি ৫৬ লাখের বেশি।
করোনায় মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৭৭ লাখ ১১ হাজার ৭৯ জন। মোট মারা গেছেন ২ লাখ ১৪ হাজার ৩৩৭ জন। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬৯ লাখ ৭৯ হাজার ৪২৩ জন। দেশটিতে মারা গেছেন ১ লাখ ৭ হাজার ৪১৬ জন।
ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ৫৫ হাজার ৮৮৮ জন। দেশটিতে মারা গেছেন এক লাখ ৪৯ হাজার ৬৩৯ জন। গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বময়। চলতি বছরের ১১ জানুয়ারি বিশ্বে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। চলতি বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
Leave a Reply