করোনাভাইরাসে আক্রান্ত ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি আকরামুজ্জামান মারা গেছেন।
রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান বলে তার ছেলে সাইফুজ্জামান বাবু জানিয়েছেন।
বাবু বলেন, শ্বাসকষ্ট দেখা দিলে গত ১৯ জুন তার বাবাকে সিএমএইচে ভর্তি করা হয়। পরদিন করোনাভাইরাস পরীক্ষায় তার পজিটিভ আসে। ওই দিন রাতেই তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হয়।
“গত তিন দিন ধরে তার ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় উচ্চপ্রবাহে অক্সিজেন দেওয়া হয়। রোববার ভোরে তিনি মারা যান।”
এর আগে ফেনীতে থাকার সময় তার নমুনা নিয়ে করোনাভাইরাস পরীক্ষা করা হলে নেগেটিভ আসে বলে সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল জানান।
আকরামুজ্জামানের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী আকরামুজ্জামানের মৃত্যুতে ফেনী আইনজীবী সমিতির সদস্যরা শোকাহত বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী।
Leave a Reply