করোনা এবং গুজব দুই
ভাইরাস থেকে সচেতন
থাকুন-সেলিম চৌধুরী
…………………… …………..
পটিয়া প্রতিনিধিঃ-দৈনিক জনতা পটিয়া ও চট্টগ্রাম জেলা প্রতিনিধি সাবেক ছাএনেতা সেলিম চৌধুরী বলেছেন,
নিজের বুদ্ধি বিবেক কাজে লাগানোর আহবান জানিয়ে বলেছেন, সরকারি ঘোষণা মেনে চলুন। স্যোশাল মিডিয়ার সব খবর বিশ্বাস করার আগে নিজে যাচাই করুন। পরিশেষে এই দুর্যোগে শোডাউন, মিথ্যাচার এবং গুজব ছড়ানো থেকে নিজেকে বিরত রাখুন। যতটুকু পারেন আপনার গরিব অসহায় আত্মীয় স্বজন প্রতিবেশী এলাকার জনগণের বিত্তশালী এগিয়ে আসার সহায়তা দিন। আমরা অবশ্যই এই মহামারি মোকাবিলা করব সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে য়াচ্ছে। মনে রাখবেন এই সমস্যা সারা বিশ্বের প্রতিটি মানুষের। ধৈয্য সাহস আর মনোবল সর্বোপরি আমাদের রবের উপর বিশ্বাস আমাদের রক্ষা করবে। ইনশাল্লাহ। এই সময়ে ঠাণ্ডাজনিত ফ্লু হয়। ঘরোয়াভাবে আদা, রসুন, লেবু, মধু (যদি পাওয়া যায়) মিশ্রিত হালকা গরম পানি পান করুন। লেবুর কোষা না পেলেই সিদ্ধ করুন। পরিবারের সবাইকে সকাল আর রাতে পান করতে দিন। এতে স্টোমাক, কোলস্টেরল, ঠাণ্ডাজনিত যেকোন ইনফেকশানে এ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে। আজ পৃথিবীর ও বাংলাদের মানুষ ভালো নেই! ভালো নেই আমরা! বিশ্ব করোনা ভাইরাসের ঝাঁকুনিতে, পুরো পৃথিবী জুড়ে লাফিয়ে লাফিয়ে ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর করোনা ভাইরাস। আমরা আজ সত্যিই ভীষণ অসহায়। সবকিছু কেমন যেন অচেনা মনে হয়। প্রকৃতি মনে হয় আমাদের ওপর মহানারাজ। ভালো থাকুক পৃথিবী! ভালো থাকুক আমাদের দেশ! সবাই সাবধানে থাকবেন! মহান আল্লাহ্ আমাদের সবাইকে এই মহামারী থেকে হেফাজত করুন! আমীন! পরিস্কার পরিছন্নতা সবসময় আমাদের রক্ষা করবে।
Leave a Reply