নোটিশ :
জরূরী নিয়োগ বিজ্ঞপ্তি: সারাদেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন: 01753741909, সিভি পাঠান:  crimejanata24@gmail.com
ব্রেকিং নিউজ :
হিজলায় সেনাবাহিনী ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম আজিম। হিজলায় মৎস্য দপ্তরের যৌথ অভিযানে ২০ জন আটক। হিজলা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত। আন্তর্জাতিক সংস্থার কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা চিঠির জবাবে সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গত ২৯ জুলাই ফলকার টুর্ককে চিঠি পাঠিয়েছেন। হিজলায় সুফিয়ান হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হিজলা উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় । তীব্র তাপদাহ থেকে বাঁচতে হলে সবুজ বনায়নের বিকল্প নেই, ড. শাম্মী আহমেদ এমপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
করোনা মৃত্যু মিছিল থেকে উঠে এসেছেন ২৯ লাখ মানুষ!

করোনা মৃত্যু মিছিল থেকে উঠে এসেছেন ২৯ লাখ মানুষ!

করোনাভাইরাস মহামারীর দাপটে বিশ্ববাসী আজ কোনঠাসা।রোজ আক্রান্ত ও মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন হাজারো মানুষ।তবে এর মধ্যে ইতিবাচক খবর হচ্ছে বহু মানুষ করোনা আক্রান্ত হয়েও সুস্থ হয়ে উঠছেন।ইতিমধ্যে বিশ্বজুড়ে ২৯ লাখ মানুষ করোনা জয় করেছেন। করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল ১০ টায় করোনাভাইরাসে ৩ লাখ ৭৭ হাজার ৪৩৭ মানুষের মৃত্যু হয়েছে করোনায়। আর আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ৬৬ হাজার ৫৩৩ জন। আর সুস্থ্ হয়ে উঠেছেন ২৯ লাখ ৩ হাজার ৬০৫ জন।

আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ৫৩ হাজার ৪০৩ জন। ভাইরাস এখনও সক্রিয় ৩০ লাখ ৮৫ হাজার ৪৯১ জনের শরীরে।আর সুস্থতার পথে ৩০ লাখ ৩২ হাজার ৮৮ জন।

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছেন ৬ লাখ ১৫ হাজার ৪১৬ জন, ব্রাজিলে ২ লাখ ১১ হাজার ৮০, স্পেনে সেরে উঠেছেন ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, জার্মানিতে ১ লাখ ৬৫ হাজার ৯০০, রাশিয়ায় ১ লাখ ৭৫ হাজার ৮৭৭ জন, ইতালিতে ১ লাখ ৫৮ হাজার ৩৫৫, তুরস্কে ১ লাখ ২৮ হাজার ৯৪৭, ইরানে ১ লাখ ২১ হাজার চার, ভারতে ৯৫ হাজার ৭৫৪, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৩১৫, পেরুতে ৬৮ হাজার ৫০৭ এবং ফ্রান্সে ৬৮ হাজার ৪৪০ জন সুস্থ হয়ে উঠেছেন।

এ ছাড়া মেক্সিকোতে সুস্থ হয়ে উঠেছেন ৬৭ হাজার ৪৯১, সৌদি আরবে ৬৪ হাজার ৩০৪, কানাডায় ৪৯ হাজার ৭২৬, সুইজারল্যান্ডে ২৮ হাজার ৫০০, বেলজিয়ামে ১৫ হাজার ৯১৯, অস্ট্রিয়ায় ১৫ হাজার ৫৯৬, বাংলাদেশে ১০ হাজার ৫৯৭, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৪৪৬, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৬১৯ এবং মালয়েশিয়ায় ছয় হাজার ৪০৪ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024 Crimejanata24.Com
Design & Development: Hostitbd.Com