নোটিশ :
জরূরী নিয়োগ বিজ্ঞপ্তি: সারাদেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন: 01753741909, সিভি পাঠান:  crimejanata24@gmail.com
ব্রেকিং নিউজ :
হিজলায় সেনাবাহিনী ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম আজিম। হিজলায় মৎস্য দপ্তরের যৌথ অভিযানে ২০ জন আটক। হিজলা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত। আন্তর্জাতিক সংস্থার কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা চিঠির জবাবে সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গত ২৯ জুলাই ফলকার টুর্ককে চিঠি পাঠিয়েছেন। হিজলায় সুফিয়ান হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হিজলা উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় । তীব্র তাপদাহ থেকে বাঁচতে হলে সবুজ বনায়নের বিকল্প নেই, ড. শাম্মী আহমেদ এমপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
করোনা সচেতনতায় লিফলেট বিতরণ করলেন মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার

করোনা সচেতনতায় লিফলেট বিতরণ করলেন মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার

  • করোনা সচেতনতায় লিফলেট বিতরণ করলেন মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার

 

 

 

ইয়াছির অারাফাত,মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে মোংলার মিঠাখালী ইউনিয়ন পরিষদের উদ্দ্যগে লিফলেট  বিতরণ করা হয়েছে।

রবিবার (২২শে মার্চ) সকাল সাড়ে ১০ টায় মিঠাখালী ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে গোটা ইউনিয়নের হাট-বাজার, ব্যবসায়ী, পথচারী,গাড়ির ড্রাইভার সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করেন, মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হোসেন হাওলাদার। এ সময় তিনি করোনায় আতঙ্কিত না হয়ে। এই ভাইরাস থেকে সুরক্ষা পেতে পরিস্কার পরিচ্ছন্নতা, নিয়ম মেনে চলা সহ সচেতন হওয়ার পরামর্শ জানান। এসময় ইউপি চেয়ারম্যান বলেন,

নোভেল করোনা ভাইরাস ( ২০১৯- n Cov ) প্রতিরোধে করনীয়,করোনা ভাইরাস রোধে সতর্ক থাকতে যা করবেনম। করোনা এক ধরনের সংক্রামক ভাইরাস। ভাইরাসটি পশু/পাখি হতে সংক্রমিত হয়ে থাকে।  চীন সহ পৃথিবীর কয়েকটি দেশে বর্তমানে ২০১৯-n Cov (মার্স ও সার্স সমগোত্রীয় করোনাভাইরাস) এর সংক্রামক দেখা যাচ্ছে। আপনারা যদি এসব দেশে ভ্রমণ করে থাকেন এবং ফিরে আসার ছোড় ১৪ দিনের মধ্যে জ্বর (১০০ডিগ্রী ফারেনহাইট /৩৮সেন্টিগ্রেড এর বেশি) গলা ব্যথা, কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে আপনার দেহে ২০১৯-n Cov ভাইরাস সংক্রমণের সম্ভাবনা থাকতে পারে। সে ক্ষেত্রে আপনি অতিসত্বর সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করবেন। তিনি অরো বলেন, আক্রান্ত ব্যক্তির হাঁচি ও কাশির মাধ্যমে, আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে এবং পশু/পাখি বা গবাদি পশুর মাধ্যমে সড়াতে পারে এ ভাইরাস। ঘরের বাইরে মাক্স ব্যবহার করুন, গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন,প্রচুর ফলের রস এবং পর্যাপ্ত পানি পান করুন, ঘরে ফিরে সাবান/হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন, খাবার রান্না করার আগে ভালো করে ধুয়ে নিন, ডিম কিংবা মাংস রান্নার সময় ভালো করে সেদ্ধ করুন, ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন, নিয়মিত থাকার ঘর বাড়ির আঙ্গিনা,রাস্তা,ড্রেন এবং কাজের     জায়গা পরিষ্কার রাখুন, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন,

মৃত জীব জন্তু দ্রুত  মাটিতে পুতে ফেলুন,

অপ্রয়োজনে ঘরের দরজা,জানলা খুলে রাখবেন না, সেই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়মিত হাত ধোঁয়া ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার অভ্যাস করতে হবে এবং মাস্ক  ব্যবহার করতে হবে।

##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024 Crimejanata24.Com
Design & Development: Hostitbd.Com