ইয়াছির অারাফাত,মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে মোংলার মিঠাখালী ইউনিয়ন পরিষদের উদ্দ্যগে লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার (২২শে মার্চ) সকাল সাড়ে ১০ টায় মিঠাখালী ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে গোটা ইউনিয়নের হাট-বাজার, ব্যবসায়ী, পথচারী,গাড়ির ড্রাইভার সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করেন, মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হোসেন হাওলাদার। এ সময় তিনি করোনায় আতঙ্কিত না হয়ে। এই ভাইরাস থেকে সুরক্ষা পেতে পরিস্কার পরিচ্ছন্নতা, নিয়ম মেনে চলা সহ সচেতন হওয়ার পরামর্শ জানান। এসময় ইউপি চেয়ারম্যান বলেন,
নোভেল করোনা ভাইরাস ( ২০১৯- n Cov ) প্রতিরোধে করনীয়,করোনা ভাইরাস রোধে সতর্ক থাকতে যা করবেনম। করোনা এক ধরনের সংক্রামক ভাইরাস। ভাইরাসটি পশু/পাখি হতে সংক্রমিত হয়ে থাকে। চীন সহ পৃথিবীর কয়েকটি দেশে বর্তমানে ২০১৯-n Cov (মার্স ও সার্স সমগোত্রীয় করোনাভাইরাস) এর সংক্রামক দেখা যাচ্ছে। আপনারা যদি এসব দেশে ভ্রমণ করে থাকেন এবং ফিরে আসার ছোড় ১৪ দিনের মধ্যে জ্বর (১০০ডিগ্রী ফারেনহাইট /৩৮সেন্টিগ্রেড এর বেশি) গলা ব্যথা, কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে আপনার দেহে ২০১৯-n Cov ভাইরাস সংক্রমণের সম্ভাবনা থাকতে পারে। সে ক্ষেত্রে আপনি অতিসত্বর সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করবেন। তিনি অরো বলেন, আক্রান্ত ব্যক্তির হাঁচি ও কাশির মাধ্যমে, আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে এবং পশু/পাখি বা গবাদি পশুর মাধ্যমে সড়াতে পারে এ ভাইরাস। ঘরের বাইরে মাক্স ব্যবহার করুন, গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন,প্রচুর ফলের রস এবং পর্যাপ্ত পানি পান করুন, ঘরে ফিরে সাবান/হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন, খাবার রান্না করার আগে ভালো করে ধুয়ে নিন, ডিম কিংবা মাংস রান্নার সময় ভালো করে সেদ্ধ করুন, ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন, নিয়মিত থাকার ঘর বাড়ির আঙ্গিনা,রাস্তা,ড্রেন এবং কাজের জায়গা পরিষ্কার রাখুন, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন,
মৃত জীব জন্তু দ্রুত মাটিতে পুতে ফেলুন,
অপ্রয়োজনে ঘরের দরজা,জানলা খুলে রাখবেন না, সেই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়মিত হাত ধোঁয়া ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার অভ্যাস করতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে।
##
Leave a Reply