দেশের বর্তমান পরিস্থিতির মধ্যে দিয়ে, মানুষ নানা সময়ে সাংসারিক প্রয়োজনে হাট-বাজার করে থাকেন ফলে বাজারে গনজমায়েতের সৃষ্ট্রি হয়, মানা হয়না সামাজিক দুরুত্ব। সামাজিক দুরুত্ব নিশ্চিত করার লক্ষে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় শুরু করা হয়েছে এই সেবাটি. বর্তমান লকডাউনের কারনে সাধারন মানুষের ঘড়ের বাইরে যাওয়া মানা, এসময়ে এলাকার নানা স্থান হতে মাছ , শাক সবজি. অনলাইন সহ ফোনে অর্ডার করে ভোক্তারা দ্রব্যসামগ্রি পাচ্ছেন বোড়িতেই। এছাড়াও সামাজিক দুরুত্ব বর্জায় রেখে পৌছে দেয়া হচ্ছে এই সকল পন্য সামগ্রি। এছাড়াও উপজেলা প্রসাশন থেকে পাচ্ছে পূর্ন সহায়তা, তাছাড়াও পরিক্ষা করা হচ্ছে শাক-সবজি বিষ মুক্ত কিনা?
এর ফরে এলাকাবাসীর বাড়ির বাইরে বের হতে হচ্ছেনা ফলে করোনা সংক্রমন এর ঝুকি থেকে কিছুটা হলেও স্বস্থি বোধ করছেন এলাকাবাসী।
Leave a Reply