সভায় সভাপতিত্ব করেন কমিটির সহ-সভাপতি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।
সভায় তিনি জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার বাংলাদেশের আকাশে কোথাও হিজরি ১৪৪১ সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি।
বুধবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। জিলহজ মাস গণনা শুরু হবে বৃহস্পতিবার থেকে।
হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়।
সচিব বলেন, “সেই হিসেবে আগামী ১ অগাস্ট শনিবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।”
কোভিড-১৯ মহামারির মধ্যে এবার মুসলমানদের এই ধর্মীয় উৎসব হচ্ছে। ধর্ম মন্ত্রণালয় আগেই জানিয়েছে, করোনাভাইরাসের বিস্তার রোধে রোজার মতো কোরবানির ঈদের জামাতও এবার মসজিদের পড়তে হবে। সে ক্ষেত্রেও নামাজ পড়তে হবে দূরত্ব বজায় রেখে, করা যাবে না কোলাকুলি।
সৌদি আরবে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৩১ জুলাই সেখানে কোরবানির ঈদ উদযাপন হবে। তার আগের দিন পালিত হবে হজ। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন হয়ে থাকে।
অন্যবার বিশ্বের লাখ লাখ মুসলমান হজে অংশ নেন। তারা ঈদের আগের দিন আরাফাতের ময়দানে অবস্থান করেন হজের মূল আনুষ্ঠানিকতার জন্য।
কিন্তু এবার মহামারীর কারণে বিদেশ থেকে কাউকে সৌদি আরবে যেতে দেওয়া হচ্ছে না। সেখানে যারা অবস্থান করছেন, তাদের নিয়েই সীমিত পরিসরে হজ হবে।
Leave a Reply