গলা চিপা প্রতিনিধি শপথ দাস : পটুয়াখালীর গলাচিপায় প্রকাশ্য দিবালোকে ৫বছর যাবত ভোগদখল করা পানি উন্নয়ন বোর্ডের ১৭ শতাংশ জমিতে নিমিত বসত ঘর ভাংচুর করে জোড়করে দখল করার অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবী স্থানীয় রাজনৈতিক নেতা ম্যানেজ করে এঘটনা ঘটানো হয়েছে।
প্রতিপক্ষের এলাকাবাসী ও মামলা সূত্র জানা যায়, উপজেলার পূর্বপাড় ডাকুয়া গ্রামের ইউসুফ হোসেন ২০১৪ সালে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে বেড়ি বাধেঁর ১৭ শতাংশ জমি লিজ নিজে ঘর উত্তোলন করে বসবাস করে আসছিল। লিজ নিয়ে ঘর উত্তোলন করে বসবাস করার পর থেকেই প্রতিবেশী খলিল মাল ওই ভূমি নিজে নেয়া জন্য বিভিন্ন কৌশল করতে থাকে। এনিয়ে বিভিন্ন সময় ফৌজদারী ও সহকারী জজ আদালতে মামলা চলমান রয়েছে।
ওই সকল মামলা উপেক্ষা করে খলিল মাল ও তার লোকজন বুধবার সকালে ইউসুফ হোসেনের বসত ঘর ভাংচুর করে রাতারাতি ওই জায়গায় ঘর উত্তোলন করে। ইউসুফ হোসেনের ভাই জাফর মালের স্ত্রী নার্গিস বেগম (৩২) জানায়, দীর্ঘ দিন যাবত আমরা ওই জায়গায় ঘর উত্তোলন করে বসবাস করে আসছি।
বুধবার সকালে উলানিয়া ফাড়িঁর পুলিশের সামনে আমাকে মারধর করে ঘরথেকে বের করে ভাংচুর করে খলিল মাল ও জহির সর্দারের নেতৃত্বে ৫০/৬০ জন ঘর ও ঘরের মালামাল লুট করে নিয়ে গিয়ে ও স্থানে ঘর উত্তোলন করে। এব্যাপারে খলিল মাল জানান, ওই জায়গা দীর্ঘ দিন যাবত আমার দখলে। ইউসুফ আমার জায়গা দখলের চেষ্টা করে আসছিল।
আমি আমার দখলে থাকা পানি উন্নয়নের বোর্ডের জমিতে ঘর উত্তোলন করেছি। উলানিয়া বন্দর পুলিশ ফাঁড়ির উপপুলিশ পরিদশক মো.মনির হোসেন জানান, বিষয়টি আমি শুনেছি এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তার পরেও যখন শুনেছি বিষয়টি আমি বিকালে সরেজমিনে দেখতে যাব।
Leave a Reply