নোটিশ :
জরূরী নিয়োগ বিজ্ঞপ্তি: সারাদেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন: 01753741909, সিভি পাঠান:  crimejanata24@gmail.com
ব্রেকিং নিউজ :
পণ্য নেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নতুন করে ৮৩ জনকে উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর বলেছেন। মেহেন্দিগঞ্জে গণধর্ষণ মামলায় গ্রাম পুলিশসহ গ্রেপ্তার-২। দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দ্বিতীয় দফায় আরও ১০০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলি করা হচ্ছে। মাননীয় আইজিপির হাত থেকে পুরস্কার পেলেন । ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছিল গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। রুহুল কবির রিজভী বলেছেন, ‘জনগণের শক্তির ওপর বিশ্বাস করে আন্দোলন চলছে। ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি মানবাধিকারের কথা বলতে পারে না।
গাজায়. খাবার, পানি, জ্বালানি, বিদ্যুৎসহ প্রয়োজনীয় সব মৌলিক সরবরাহই প্রায় বন্ধ।

গাজায়. খাবার, পানি, জ্বালানি, বিদ্যুৎসহ প্রয়োজনীয় সব মৌলিক সরবরাহই প্রায় বন্ধ।

ইসরাইলের সম্ভাব্য স্থল হামলার ভয়ে উত্তর গাজা থেকে পালিয়ে দক্ষিণ গাজার বিভিন্ন অংশে আশ্রয় নিয়েছেন অনেকে। খাবার, পানি, জ্বালানি, বিদ্যুৎসহ প্রয়োজনীয় সব মৌলিক সরবরাহই প্রায় বন্ধ। শরণার্থী শিবিরগুলোতেও ভয়াবহ সংকট। অনুদানের খাবারও আসছে খুব সীমিত। যা আসছে সেগুলোও খুব পুরোনো খাবার। বেশির ভাগই ছত্রাক আক্রান্ত। আর বাধ্য হয়ে এসব বাসি পচা খাবারই খাচ্ছেন আশ্রয়প্রার্থীরা। যে পানি গোসলেও অচল সে পানি পড়ছে তাদের পেটে।

গাজার এক বাসিন্দা আসমা বলেন, তার পরিবারের অনেক সদস্যসহ উত্তর গাজা আর রাফাহের পূর্ব অংশ থেকে দক্ষিণ গাজার শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। আরও বলেন, আমার পরিবার, আমার বাবা-মা, আমার ভাইদের স্ত্রী, আমার বোন ও তার সন্তান, আমার প্রতিবেশী থেকে শুরু করে আমাদের সব বন্ধু যারা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন তারা সবাই আমাকে শিবিরের ভয়াবহ অবস্থার কথা বর্ণনা করেছেন। আসমা আরও জানান, আমার পরিচিতরা আরও জানিয়েছে, শিবিরের পানি নোংরা। গোসল কিংবা কোনো কিছু ধোয়ার জন্যও যা উপযুক্ত নয় সেই পানি পান করছে মানুষ। নোংরা পানি খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন বলে জানান তিনি। শরণার্থী শিবিরগুলোতে মানুষ গোসল কিংবা তাদের জামাকাপড় পরিষ্কার করতে পারছে না। তার প্রভাব পড়ছে ত্বক ও চুলে। একজিমা অথবা চুলকানির মতো বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তারা।

‘এমন বোমা হামলা এর আগে দেখিনি’

উত্তর গাজায় ভয়াবহ বোমা হামলা চালাচ্ছে ইসরাইল। দক্ষিণ গাজার খান ইউনুস থেকে বিবিসি প্রতিবেদক জানিয়েছে, ‘গাজার উপত্যকার উত্তরে এমন বোমাবর্ষণ হচ্ছে যা আমরা এর আগে কখনো দেখিনি। আকাশে উড়ছেল বিশাল আকারের সব অগ্নিশিখা। মনে হচ্ছিল বিভিন্ন ধরনের বোমা ব্যবহার করছে ইসরাইল।’

হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকরা জানিয়েছিল, তারা কারও সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। আহত অথবা নিহত হওয়া মানুষের খোঁজে তারা শুধুমাত্র বিস্ফোরণের হওয়া অঞ্চলগুলোর দিকে যাচ্ছে। প্রতিবেদক আরও বলেন, ‘সর্বত্র আতঙ্ক বিরাজ করছে এমনকি এখানে খান ইউনুসেও’।

এত মানুষের কষ্ট দেখেও স্বেচ্ছায় নীরব পৃথিবী

একাকিত্বের অনুভূতি নিয়ে এই মুহূর্তে দিন পার করছেন গাজাবাসী। আল-জাজিরাকে বলেছেন, ডক্টরস উইদাউট বর্ডারস-এর তানিয়া হাজ-হাসান। তিনি জানান, ‘আজ গাজায় আমার একজন সহকর্মী বলেছেন, পুরো বিশ্ব টিভিতে নিঃশব্দে আমাদের গণহত্যা দেখছে। বিভিন্ন মানসিক আঘাতের প্রতিফলনে সম্পূর্ণ বিচ্ছিন্ন বোধ করছেন গাজাবাসী। মনে হচ্ছে, পৃথিবী আপনার ব্যথা ও কষ্টেও স্বেচ্ছায় নীরব আছে।’

‘আমার শৈশব চুরি করেছে ইসরাইল’

একজন যুদ্ধ সাংবাদিক ইয়ারা ইদ। তিনি বেড়ে উঠেছেন গাজা উপত্যকার মধ্যবর্তী অঞ্চলের আল-বুরেজ নামের এক শরণার্থী শিবিরে। বর্তমানে তিনি লন্ডনে বাস করছেন। গাজায় ইসরাইলের সেনাবাহিনীর আক্রমণ শিশুদের ওপর কি প্রভাব ফেলে তা নিয়ে কথা বলেছেন তিনি। ইয়ারা ইদ বলেন, ‘আমি সত্যিকার অর্থে মনে করি ইসরাইল আমার শৈশব চুরি করেছে। দাগ কেটেছে। আমার বয়স যখন ১৪ বছর তখন আমি চোখের সামনে মানুষদের টুকরো টুকরো হয়ে যেতে দেখেছি। আমার বয়স যখন মাত্র আট বছর ছিল তখন আমি স্কুলে সন্ত্রাসী হামলার সম্মুখীন হয়েছিলাম। আমি পাখির শব্দের চেয়ে বোমার শব্দ বেশি শুনে বড় হয়েছি।’ গাজায় ৯০ শতাংশেরও বেশি শিশু পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (পিটিএসডি) ভোগেন বলে জানান তিনি।

‘আতঙ্ক, ভয় আর বিশৃঙ্খলার রাজ্য’

ফিলিস্তিনিরা এখন বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন। একে অপরের সঙ্গে যোগাযোগ করতে অক্ষম। গাজা থেকে জানিয়েছেন বিবিসি সংবাদদাতা রুশদি আবুলউফ। বলেছেন, ‘সেলফোন পরিষেবা আর ইন্টারনেটসহ যোগাযোগের সব লাইন বন্ধ করে দিয়েছে ইসরাইল।’চার পাশে বিমান হামলা অব্যাহত থাকায় দক্ষিণ গাজার খান ইউনুসেও আতঙ্ক আর ভয় ছড়িয়ে পড়েছে। বিশৃঙ্খল অবস্থায় আছে অঞ্চলটি।

ফিলিস্তিন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024 Crimejanata24.Com
Design & Development: Hostitbd.Com