গাজীপুরে নতুন করে আরও ৪৫ জনসহ জেলায় মোট ৭১৮ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার পর্যন্ত তারা শনাক্ত হয়েছেন বলে জেলার সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানিয়েছেন।বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সর্বশেষ ৪৯৪ জনের পরীক্ষায় নতুন এই ৪৫ জনের পজিটিভ এসেছে। তাদের মধ্যে ৩০ জন সদর উপজেলার, সাতজন কালিয়াকৈর উপজেলার, চারজন শ্রীপুরের, তিনজন কাপাসিয়ার আর কালীগঞ্জে রয়েছেন একজন।
সিভিল সার্জন বলেন, এ পর্যন্ত গাজীপুরে সাত হাজার ৬১৮ জনের পরীক্ষায় ৭১৮ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৪১৮ জন সদর উপজেলার। এছাড়া কালীগঞ্জে ১১১ জন, কাপাসিয়ায় ৮৩ জন, কালিয়াকৈরে ৭০ জন ও শ্রীপুরে ৩৬ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
Leave a Reply