রামগড় থানার ওসি মো.সামছুজ্জামান জানান, উপজেলার মধ্যম বলিপাড়া এলাকা থেকে মঙ্গলবার সকালে রাশেদা আক্তার (২৫) নামে ওই নারীর লাশ তারা উদ্ধার করেন।
রাশেদা ওই এলাকার ওমর ফারুকের স্ত্রী।
ওমরের ভাষ্য, ভোর আনুমানিক সোয়া ৩টার দিকে অজ্ঞাত পরিচয় ৪/৫ জন ব্যক্তি বাড়িতে তাদের ঢুকে রাশেদাকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় তিনিও আহত হন।
ওসি বলেন, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত করে আইনহত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহতের স্বামী রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
Leave a Reply