চরভদ্রাসনের এক অসহায় মায়ের দায়িত্ব নিলেন, সহকারী কমিশনার ভূমি, ইমদাদুল হক তালুকদার
ইতোপূর্বে নামপরিচয়হীন, পথে বাস করা এক বৃদ্ধার কথা। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি, ইমদাদুল হক তালুকদার, পরবর্তীতে তার জন্য একটি জমি ও উপজেলা নির্বাহী অফিসার, জেসমিন সুলতানার টিন ও আর্থিক সহায়তায় এবং নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় দুবাই প্রবাসী একজনের ৫,০০০/- টাকা আর্থিক সহায়তায়, ওই বৃদ্ধা মায়ের জন্য একটি ঘর করার উদ্যোগ নেন, ইমদাদুল হক তালুকদার।
ইমদাদুল হক তালুকদারের সাথে কথা বললে তিনি বলেন এ ব্যাপারে আমাকে সার্বক্ষণিক সহায়তা করেছেন স্থানীয় ব্যক্তি।
এর মাঝেই আজ সকালে চরভদ্রাসন-সদরপুর সড়কের যাত্রী ছাউনীতে তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন ।
অসুস্থতার তীব্রতা এত বেশি ছিল যে তিনি সেখানেই মলমূত্র গায়ে মাখা অবস্থায় পড়ে ছিলেন। ইমদাদুল হক তালুকদার তাৎক্ষণিকভাবে তাকে একটি ভ্যানে তুলে উপজেলা স্বাস্থ কেন্দ্রে নিয়ে যায়।
এসময় সার্বিক সহযোগীতা করেন ভূমি, অফিস স্টাফ মোজাহার মোল্লা ও স্থানীয় ব্যক্তি রাজু, কর্তব্যরত ডাক্তার ও ইউএইএফপিও তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা সেবার আওতায় নিয়ে যান। ওই বৃদ্ধা মাকে চিকিৎসার এবং একটি ঘর তৈরি করে দেয়ার দায়িত্ব নিলেন চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার ভূমি ইমদাদুল হক তালুকদার।
Leave a Reply