মোঃ সুলতান মোল্যা চরভদ্রাসন উপজেলা প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসনে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকালে উপজেলার পূর্ব বিএস ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, আজ বিকালের দিকে পূর্ব বিএস ডাঙ্গী গ্রামের শহিদ মন্ডলের ছেলে সাকিব মন্ডল(১১) বাড়ির থেকে কিছুদুরে শিশুদের সাথে খেলাধুলা করার সময় পুকুরের পানিতে পরে যায়।
পরে, পরিবার ও স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটিকে দ্রুত উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে।
চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আসিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু ঘটে।
Leave a Reply