ফরিদপুরের চরভদ্রাসন মঙ্গলবার(২৫আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্তর থেকে উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৩শ’ কৃষক পরিবারে উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বীনামু্ল্যে এ গো-খাদ্য (কুড়া) বিতরণ করা হয়।
এসব গো-খাদ্য (কুড়া) বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, সদর ইউপি’ চেয়ারম্যান মোঃ আজাদ খান, গাজীরটেক ইউপি’ চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী ও স্থানীয় নেতা আনোয়ার আলী মোল্যা প্রমূখ।
উপজেলা ত্রান অফিস সূত্রে জানা যায়, এবছর বন্যায় উপজেলায় ক্ষতিগ্রস্থ প্রতি কৃষক পরিবারে এক মন করে গো-খাদ্য (কুড়া) সহ ৩শ’ পরিবারের মাঝে মোট ৩শ’ মন গো-খাদ্য (কুড়া) বিতরণ করা হয়।
এসব ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চরভদ্রাসন সদর ইউনিয়ননের ৮৯ পরিবার, গাজীরটেক ইউনিয়নে ৭৮ পরিবার, চরহরিরামপুর ইউনিয়নে ৮৯ পরিবার ও চরঝাউকান্দা ইউনিয়নে ৪৪ পরিবার সহ মোট ৩শ’ কৃষক পরিবারের মাঝে এ গো-খাদ্য (কুড়া) বিতরণ করা হয়।
Leave a Reply