চরভদ্রাসনে বন্যা কবলিত মানুষের মাঝে চাউল বিতরন করেন এমপি নিক্সন চৌধুরী
- আপডেট সময় :
শনিবার, ২৫ জুলাই, ২০২০
-
৫০৪
চরভদ্রাসন উপজেলা প্রতিনিধিঃ মোঃ সুলতান মোল্যা : ফরিদপুরের চরভদ্রাসনে বিভিন্ন স্থানে মাননীয় প্রধানমন্ত্রী সেখ হাসিনার,পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ্যর মানুষের মাঝে এক বস্তা করে চাউল বিতরন করলেন, বর্তমান সময়ের জনপ্রিয় সাংসদ জনাব মজিবুর রহমান চৌধুরী ( নিক্সন ) এম,পি ফরিদপুর-৪।
ফরিদপুরের চরভদ্রাসন বন্যা ক্ষতিগ্রস্থ্য মানুষেরা এক বস্তা করে চাউল পেয়ে মুখে হাসি ফুটল চাউল বিতরণের সময়। এম-পি ( নিক্সন ) চৌধুরী, বলেন আল্লাহ যতদিন আমারে বাঁচিয়ে রাখবেন। ততদিন কেই বন্যার ক্ষতিগ্রস্থ্য যারা হয়েছেন তারা না খেয়ে মারা যাবেন না,আরো বলেন আপনাদের দেখে রাখা আমার ঈমানী দায়িত্ব মনে করি।
আপনাদের মূল্যবান ভোট পেয়ে আমি সংসদ সদস্য হয়েছি। চাউল বিতরণ কালে আরো উপস্থিত থাকেন।চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার, জেসমিন সুলতানা এবং চরভদ্রাসনের সমাজসেবক জনাব, আনোয়ার আলী মোল্লা, শেখ খায়ের, ভিপি মিজান, সহ আরো স্থানীয় নেতাকর্মীরা।
এছাড়া একই দিনে মুজিববর্ষ উপলক্ষে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর) কর্মসূচির আওতায় বাল্য বিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে এমপি মুিজবুর রহমান চৌধুরী নিক্সন চরহরিরামপুর ইউয়িনের চরশালেপুর আমিন খার হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ১৫টি বাইসাইকেল বিতরণ করেন।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply