চরভদ্রাসনে মানবিকবন্ধু আদম তমিজী হক এর পক্ষ থেকে এাণ সহায়াতা বিতরন
- আপডেট সময় :
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
-
৭৭৯
চরভদ্রাসন উপজেলা প্রতিনিধিঃ মোঃ সুলতান মোল্যা >“সুবিধাবঞ্চিত মানুষের দুর্যোগে দুর্ভোগে পাশে আছে মানবিক বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে। গতকাল ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে শুকনো খাবার বিতরণ করা হয়।
গতকাল ৩’০৭’২০২০’তারিখে সকাল ১১,টা থেকে মানবিকবন্ধু আদম তমিজী হক, এর পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করেন,
ঢাকা থেকে মানবিক বাংলাদেশ সোসাইটির কেন্দ্রীয় নেতাকর্মী সহ, এবং চরভদ্রাসন উপজেলার শাখার,মানবিক বাংলাদেশ সোসাইটির নেতাকর্মী রা সহ আরো অনেকে।চর হরিরামপুরের বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে অসহায় মানুষের হাতে হাতে শুকনো খাবার তুলে দেওয়া হয়। এসময়ে উপস্থিত ছিলেন মানবিক বাংলাদেশ সোসাইটির কেন্দ্রীয় নেতাকর্মী সহ চরভদ্রাসন উপজেলা শাখার, মানবিক বাংলাদেশ সোসাইটির, সভাপতিঃ সাইফুর রহমান মৃধা, চরভদ্রাসন উপজেলা শাখার মানবিক বাংলাদেশ সোসাইটির সাধারন সম্পাদকঃ সজিব সরকার এবং স্থানীয় ব্যাক্তিবর্গ।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply