ফরিদপুরের চরভদ্রাসন গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা নতুন হাটখোলায়।
অদ্য ১৬/০৫/২০২০ খ্রিঃ তারিখ বেলা ২ঃ০০ ঘটিকায় চর অযোধ্যা নতুন হাটখোলায় শেখ মোশারফ (৪২) এর আড়তে লালমি (বাঙ্গি সদৃশ ফল) এ বিষাক্ত, ক্ষতিকর কার্বাইড মেশানোর সময়, হাতেনাতে চরভদ্রাসন সহকারি ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার, পুলিশ সদস্য এস আই ওয়াসিম পেশকার মোঃ মানোয়ার হোসেন সহ এই অভিযান চালানো হয় ভাবঅন্য আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারা মোতাবেক আদালত আড়তদারকে ৫০,০০০/- হাজার টাকা) অর্থদন্ডে দন্ডিত করা হয়। এসময় দুই বোতল বিষাক্ত কার্বাইড জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে জানা যায় জনগণের সুস্থ থাকার জন্য আমার যে ব্যবস্থা নিতে হয় আমি ওই ব্যবস্থায় নিব সেই সাথে আরো বলেন।
জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।
চরভদ্রাসন উপজেলা প্রতিনিধিঃ
মোঃ সুলতান মোল্যা
Leave a Reply