চরভদ্রাসন মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিপণন করায় একজনকে ২০ হজার টাকা অর্থদন্ড
ফরিদপরের চরভদ্রাসন মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিপণন করায় একজনকে ২০ হজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমদাদুল হক তালুকদার চরভদ্রাসন থানা পুলিশ সহ পেশকার মোঃ মনোয়ার হোসেন। সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে চরভদ্রাসন বাজারে ‘সজিব গ্রুপ’ ফুড প্রডাক্ট কোম্পানির আমাদানীকারক দেবাশীষ সাহা(৪৫) মেয়াদ উত্তীর্ণ অরেঞ্জ ট্যাং পাউডার বাজারের বিভিন্ন দোকানে বিপণন করতে থাকেন এ সময় এক ব্যবসায়ীর সূত্রে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত মেয়াদ উত্তীর্ণ খাদ্য দ্রব্য বিপণনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫১ ধারায় দেবাশীষ সাহাকে ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
একইসাথে তার কাছ থেকে ১০ কেজি মেয়াদ উত্তীর্ণ অরেঞ্জ ট্যাং পাউডার জব্দ করে ধ্বংস করা হয়।
মামলাটির নগদ অর্থ দন্ডে নিষ্পত্তি করা হয়
চরভদ্রাসন উপজেলা প্রতিনিধিঃ
মোঃ সুলতান মোল্যা
Leave a Reply