কোভিড ১৯-এর চিকিৎসায় রেমডেসিভির ব্যবহারের অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। আগামী সপ্তাহেই দেশটির বাজারে এই ওষুধ আসতে যাচ্ছে।
রোববার রেমডেসিভির প্রস্তুতকারক কোম্পানির প্রধান নির্বাহী ডেন ও’ডে এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, করোনা আক্রান্ত রোগীর জরুরি চিকিৎসায় আমরা চলতি সপ্তাহের প্রথম দিকেই ১৫ লাখ রেমডেসিভির বাজারে নিয়ে আসতে যাচ্ছি।
আমরা এ ওষুধ সরকারকে দেব। এর পর প্রয়োজনের ভিত্তিতে দেশের যেখানে প্রয়োজন, সেখানে বিতরণ করা হবে।
এর আগে ১ মে কোভিড-১৯ চিকিৎসায় রেমডেসিভিরের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। আক্রান্ত রোগী যারা হাসপাতালে চিকিৎসা নেবেন, তাদের জন্য এই ওষুধটি ব্যবহার করা হবে বলে জানানো হয়।
প্রসঙ্গত গত বছরের ১৭ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাবাইরাস। বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে এই মহামারী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৬৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
Leave a Reply