চাঁদপুরের হাজীগঞ্জে ইলেকট্রিক কাজ করতে গিয়ে অসতর্কতায় বিদ্যুৎস্পর্শে মো. শাওন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারের মোহাম্মদ জিকুর বিল্ডিংয়ের নিচতলার দোকানে এ ঘটনা ঘটে।
নিহত শাওন হাজীগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইদ্রিস মেম্বার বাড়ির জসিম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মো. শাওন একজন ইলেকট্রিশিয়ান। বিকালে জিকুর দোকানে কাজ করতে গিয়ে অসতর্কতায় বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে সহকর্মীরা শাওনকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ
Leave a Reply