সোহাগের বাড়ি শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি এলাকায়।
এসআই বলেন, সোহাগকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে; বুধবার তাকে রিমান্ডের নেওয়ার আবেদন করা হবে আদালতে।
মামলার বাকি আসামিরা হলেন- মো. মুনসুর খান (৩৫), মোস্তফা খান কালু (৪৯) ও মো. সুমন খান (৩৫)।
গত ১৮ মে রাতে কুমারডুগি নিজ বাড়িতে যাওয়ার পথে আজিজুর রহমান ভুট্টুকে কুপিয়ে জখম করা হয়। পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনায় পরদিন ভুট্টুর স্ত্রী চাঁদপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
এরপর মুনসুর, মোস্তফা ও সুমনকে ২০ মে ভোরে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে বলে জানান এসআই।
Leave a Reply