তথ্যটি ক্রািইম জনতার পাঠকদের জন্য ইন্ডিয়া TODAY থেকে সংগ্রিত> সামাজিক যোগাযোগমাধ্যমে ফের বিদ্রূপের শিকার হলেন ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। এবার তাকে নিয়ে মজা করলেন দেশটির অধিনায়ক বিরাট কোহলি। লেগ ব্রেক বোলারের চুলের নতুন ছাঁট দেখে রসের মন্তব্য করেছেন তিনি। স্বাভাবিকভাবেই সোশ্যাল অ্যাক্টিভিস্টদের মাঝে হাসির রোল পড়ে যায়।
সদ্য চাহালের সঙ্গে কথোপকথনে অংশ নেন বিরাট। কথা বলতে গেলেই তার চুলের আজব ছাঁটের দিকে নজর পড়ে ভারতীয় অধিনায়কের। স্বাভাবিকভাবেই সেই সম্পর্কে লেগিকে প্রশ্ন করেন তিনি- কে তোমার চুল কেটেছে?
জবাবে চাহাল বলেন, ভাইয়া; আমি ও আমার বোন মিলে এগুলো কেটেছি। তা শুনে অট্টহাসিতে ফেটে পড়েন টিম ইন্ডিয়া ক্যাপ্টেন। চাহালকে তিনি বলেন, আজব হেয়ার কাটিং দেখে মনে হয়েছে, তোমার কুকুর তোমার পেছনে পড়ে গেছে।
একই সঙ্গে চাহালকে ভারতীয় দলের সেরা জোকার বলে আখ্যায়িত করেন বিরাট। কয়েক দিন আগে একই কথা বলেন ভারতের পেস সেনসেশন জাসপ্রিত বুমরাহ।
Leave a Reply