চায়ের দোকান বন্ধ ঘোষনা
মোঃএহসানউল্লাহ আল মামুন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ উপকূলীয় এলাকার সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জনসমাবেশ এড়াতে চায়ের দোকান বন্ধ ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল থেকে উপজেলাব্যাপী সকল চায়ের দোকানগুলো বন্ধ রাখার জন্য নির্দেশনা জারি করা হয়। তবে উপজেলা পরিষদ চত্বরের মধ্যেই চায়ের দোকান খুলে কেনাবেচা করছেন এক দোকানী।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবুজার গিফারী বলেন, সকাল থেকে উপজেলাব্যাপী সকল চায়ের দোকান বন্ধ রাখার জন্য অনুরোধক্রমে নির্দেশনা দেওয়া হয়েছে। জনসমাগম হয় এমন সকল স্থান বন্ধ করতে বলা হয়েছে।
উপজেলা পরিষদ এলাকার মধ্যেই চায়ের দোকান খোলা রয়েছে বিষয়টি জানার পর তিনি বলেন, খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে। হয়তো নির্দেশনা এখনো তিনি জানতে পারেননি। আজ অনুরোধ করেছি চায়ের দোকান বন্ধ রাখার জন্য। আগামীকাল থেকে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply