সাদ্দাম হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি: সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জামালপুর পৌরসভায় সাবেক কমিশনার মোঃ হাবিবুর রহমান হবি।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে জানাযার নামাজ শেষে তাকে পাথালিয়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে সোমবার রাত ১০ টায় কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিত মরহুমের জানাযা নামাজে অংশ নিতে দলমত নির্বিশেষে সর্বস্তরের হাজার হাজার মানুষের ঢল নামে।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম,সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, জেলা আওয়ামী লীগের সদস্য ও কাউন্সিলর ওসমান গনি মুছা, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রেজাউল করিম ও মরহুমের ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।
জানাযার নামাজ পরিচালনা করেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান মিজান।
Leave a Reply