দীর্ঘদিন ধরে মাদকাসক্ত রাজধানীর যাত্রাবাড়ীর জিহাদ উদ্দিন (৩৫)। তাঁকে স্বাভাবিক জীবনে ফেরাতে চেষ্টার কমতি রাখেনি পরিবার। তিনবার তাঁকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। কিন্তু তাতেও কাজ হয়নি। বড় বোনকে হত্যার দায়ে বর্তমানে কারাগারে আছেন তিনি।
গত ২১ আগস্টের ঘটনা। এদিন সন্ধ্যায় জিহাদ অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। এটা দেখে তাঁর বাবা মোখলেছুর রহমান (৭৬) ছেলের কাছে যান। এ সময় ছুরি নিয়ে বাবার দিকে তেড়ে আসেন জিহাদ। ছেলের হাতে থাকা ছুরিটি ধরে ফেললে বৃদ্ধ মোখলেছুরের হাতের চারটি আঙুল কাটা পড়ে। এরপরও উত্তেজিত হয়ে ওঠেন জিহাদ। তাঁকে আটকানোর চেষ্টা করেন মোখলেছুর। একপর্যায়ে তিনি জিহাদকে ধাক্কা মারেন। এতে জিহাদ সিঁড়ির কাছে পড়ে যান। তাঁদের ধস্তাধস্তি দেখে এগিয়ে আসেন জিহাদের বড় বোন আয়েশা। এ সময় বোনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালান জিহাদ।
Leave a Reply