যশোরে ছোট ভাইয়ের ধারাল অস্ত্রের আঘাতে নজরুল ইসলাম নজু কাজী (৫৫) নিহত হয়েছেন।
নিহত নজু কাজী ওই গ্রামের গণি কাজীর ছেলে।
নিহতের ছেলে কাজী মনিরুল ইসলাম জানান, তার ভাই কয়েক মাস হলো মারা গেছেন। তার মৃত্যুর পর থেকে জমিজমা নিয়ে তার বাবা নজু কাজী ও ছোট চাচা রাজ্জাক কাজীর সঙ্গে বিরোধ চলছিল। আজ সকাল ১০টার দিকে নিজ বাড়ির উঠানেই আবার দুই ভাইয়ের মধ্যে গোলযোগ শুরু হয়। দীর্ঘ সময় বাকবিতণ্ডার একপর্যায়ে রাজ্জাক কাজী একটি দা এনে নজু কাজীর গলায় কোপ দেয়। এরপর গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর রাজ্জাক কাজীকে আটক করা হলেও অন্য চাচারা তাকে ছেড়ে দেয় বলে অভিযোগ করেন তিনি।
কোতয়ালি থানার ওসি (অপারেশন) সুমন কুমার ভক্ত জানান, পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে নজু কাজী খুন হয়েছেন। পুলিশ অভিযুক্ত রাজ্জাক কাজীকে ধরতে অভিযান শুরু করেছে।
Leave a Reply