জনগণের অনেকদিনের স্বপ্ন পূরণের পথে চরভদ্রসনে শীঘ্রই চালু হতে যাচ্ছে সি- ট্রাক
- আপডেট সময় :
সোমবার, ৬ জুলাই, ২০২০
-
৫৮২
প্রতিনিধিঃ চরভদ্রাসন: মোঃ সুলতান মোল্যা চরভদ্রাসন উপজেলা> স্বপ্ন পুরনের পথে ফরিদপুর -৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) এর প্রচেষ্টায় গোপলপুর টু মৈনট ঘাটে খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে সি- ট্রাক ।
আজ রবিবার বিকালে নদী ড্রেজিংএর জন্য উপজেলার গোপালপুর ঘাট এলাকায় এসে পৌঁছেছে ড্রেজিং মেশিন ও অন্যান্য সরঞ্জাম।
এতে উক্ত উপজেলা বাসী ও আশেপাশের উপজেলার মানুষের অনেক দিনের আশা পূরণ হবে বলে আত্মপ্রকাশ করেছেন এলাকা বাসী।
এবং বিভিন্ন ব্যবসায়ীরা আরো বলেন তাদের ঢাকায় যে আসার সময় ঘড়ির টাইম আর দেখতে হবে না, অতিরিক্ত ভাড়ার টাকাও গুনতে হবে না।
হাজারো মানুষের মুখে ফুটেছে আনন্দের হাসি।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply