সেলিম চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ- যারা সম্প্রতি বিদেশ থেকে বিশেষ করে চীন, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশ থেকে পটিয়ায় এসেছেন তাদেরকে আবশ্যিকভাবে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ যোগাযোগ করার জন্য এবং রেজিস্টারে নাম এন্ট্রি করার জন্য অনুরোধ করা হলো।
বিদেশফেরতরা আবশ্যিকভাবে ১৪ দিনের জন্য নিজ নিজ ঘরে অবস্থান করবেন।সম্প্রতি বিদেশফেরতদের যদি যত্রতত্র ঘোরাফেরা করতে দেখা যায় তাহলে আশেপাশের প্রতিবেশিরা উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা থানায় অবিলম্বে অবহিত করুন। করোনা ভাইরাস সংক্রমণ সংক্রান্ত উপরোক্ত সরকারি নির্দেশনা না মানলে জনস্বার্থে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের কে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে নিজ নিজ বাড়িতে অবস্থান নিশ্চিত করার জন্য অভিভাবকদেরকে অনুরোধ করা হলো।কোন কোচিং সেন্টার চালু রাখা বা একত্রে কয়েকজনকে প্রাইভেট পড়ানোর সংবাদ পাওয়ামাত্র কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মুহূর্তে জনস্বার্থে সকল প্রকার জনসমাগম এবং সভা সমাবেশ স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো।
উপজেলা নির্বাহী অফিসার, পটিয়া ০১৭৩৩৩৩৪৩০৫
ওসি পটিয়া ০১৭১৩৩৭৩৬৪৩
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পটিয়া ০১৭৩০৩২৪৪৫১।
Leave a Reply