পাবনার ঈশ্বরদীতে লাউয়ের জমি পাহারা দিতে গিয়ে রফিকুল ইসলাম (৩৫) নামের এক কৃষকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে ঈশ্বরদী-পাবনা রেললাইনের কালিকাপুর রেলগেট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। রফিকুল উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর স্কুলসংলগ্ন মোজাহার আলীর ছেলে। স্থানীয় শিক্ষক রমজান আলী যুগান্তরকে জানান, রফিকুল ইসলাম কালিকাপুরে রেললাইনের পার্শ্ববর্তী এক ব্যক্তির জমি বর্গা নিয়ে চাষাবাদ করতেন। বর্তমানে তিনি ওই জমিতে লাউয়ের চাষ করছিলেন। লাউ চুরি হয় বলে তিনি রাত জেগে পাহারা দিতেন।
তিনি আরও জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে রফিকুল লাউ পাহারা দিতে যান। আজ সকালে রেললাইনের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই শিক্ষকের ধারণা, রাতে ক্লান্ত হয়ে রফিকুল হয়তো রেললাইনের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলেন। রাত সাড়ে ১০টায় ঈশ্বরদী থেকে পাবনা অভিমুখে ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, শত্রুতাবশত কেউ রফিকুলকে কেউ মেরে রাতে তার লাশ রেললাইনের ওপর ফেলে রাখতে পারে। পরে ওই লাইনে তিনি ট্রেনে কাটা পড়েন। ঈশ্বরদী থানার ওসি সেখ নাসির উদ্দিন যুগান্তরকে জানান, ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
Leave a Reply