জামালপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় :
শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
-
১৪৭
786 বার পঠিত
সাদ্দাম হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার কাঁচাসড়া গ্রামে অভিযান চালিয়ে ৩৮টি ইয়াবা বড়িসহ আরফিন হোসেন (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সদর উপজেলার কোজঘর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। শুক্রবার(২২ জানুয়ারী)সন্ধ্যায় র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সমীর সরকারের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল কাঁচাসড়া গ্রামের এমদাদুল হকের বসত বাড়ির সামনে জামালপুর-মধুপুর রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। র্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply