সাদ্দাম হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে পাচারের সময় এক কেজি গাঁজাসহ হাফিজুর রহমান (৩২) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
সোমবার (১ ফেব্রুয়ারী) রাতে উপজেলার ডোয়াইল বাজার এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি মাদকের মামলা হয়েছে। আটক যুবক হলেন টাংগাইলের ধনবাড়ী উপজেলার মুসদ্দী পূর্বপাড়া গ্রামের জালাল
উদ্দিনের ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী এসপি এম. এম. সবুজ রানা। তিনি জানান, রাত ৮ টার দিকে ডোয়াইল বাজার এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় পাচারের উদ্দেশ্যে গাঁজা পরিবহনের অপরাধে আটক করা হয় হাফিজুর রহমানকে। তার কাছ থেকে পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত যুবক দীর্ঘদিন ধরে সরিষাবাড়ীর বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন বলেও জানান তিনি।
Leave a Reply